কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো ২০২৫

কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে। সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা একটি ক্রেডিট কার্ড নেওয়ার কথা ভাবছেন। কিন্তু বুঝতে পারছেন না কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য ভালো হবে। তাদের জন্য আজকের পোস্টটি।

Read at a glance

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। আপনার জন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে ইত্যাদি সম্পর্কে। তাই কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো

বর্তমান সময়ে বাংলাদেশের কয়েকটি ব্যাংক ক্রেডিট কার্ডের সেবা দিয়ে থাকে। ‌কিন্তু আপনি বুঝতে পারছেন না। কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য ভালো হবে। কারণ ব্যাংক অনুযায়ী ক্রেডিট কার্ডের অফার এবং সুবিধাগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে, ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ট্রানজেকশন এনুয়াল ফি ওয়েভার

বর্তমান সময়ে আপনি এনুয়াল ফি ট্রানজেকশনের মাধ্যমে ওয়েভার করতে পারবেন। আপনি যদি মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড নেন এবং বাৎসরিক যদি ১৫টি ট্রানজেকশনে ওয়েভার করেন। তাহলে আপনি ফ্রিতে এনুয়াল ফি ওয়েভার করতে পারবেন।‌ বর্তমান সময়ে ক্লাসিক থেকে সিগনেচার যেকোনো কার্ডে এই সুবিধাগুলো দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

আপনি যদি ইবিএলের ক্রেডিট কার্ড নেন। তাহলে বাৎসরিক ১৮টি ট্রানজেকশনে এনুয়াল ফি ওয়েভার করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন। বাৎসরিক ফি না দিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করতে। তাহলে মিউচুয়াল অথবা ইবিএলের যেকোনো একটি ক্রেডিট কার্ড নিতে পারবেন। মুলত, এই কার্ডগুলো ফ্রি ট্রানজেকশন এনুয়াল ফি ওয়েভার করেছে।

অর্থাৎ, দ্বিতীয় বছর থেকে আপনার ক্রেডিট কার্ডে যে এনুয়াল ফি হবে। সেটি আপনি ট্রানজেকশনের মাধ্যমে ওয়েভার করতে পারবেন। ইউসিবি ক্রেডিট কার্ড অর্থাৎ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যে ক্রেডিট কার্ড রয়েছে। সেই ক্রেডিট কার্ডে আপনি ১৮টি ট্রানজেকশনে এনুয়াল ফি ওয়েভার করতে পারবেন। তাছাড়াও আপনি এনআরবি ব্যাংকে মাত্র ১৪টি ট্রানজেকশনে এনুয়াল ফি ওয়েভার করতে পারবেন।

আরোও পড়ুন: কিভাবে ক্রেডিট কার্ড নিবেন এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো ২০২৫

সুতরাং, আপনি যদি এনুয়াল ফি ছাড়া একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে চান এবং ট্রানজেকশনের মাধ্যমে এনুয়াল ফি ওয়েভার করতে চান। তাহলে আপনি উপরে উল্লেখিত যেকোনো একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

ফি এড মানির জন্য ক্রেডিট কার্ড

বর্তমান সময়ে আপনি ফি এড মানির জন্য ক্রেডিট কার্ড নিতে পারবেন। অর্থাৎ, আপনি আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশ, রকেট এবং নগদ ওয়েলেট থেকে টাকা আনতে পারবেন। বর্তমান সময়ে বেশিরভাগ ব্যাংকে ফি এড মানি করার জন্য 1% অথবা 15% এমাউন্ট চার্জ নিয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কোন ব্যাংকে ফি এড মানি করলে এক্সট্রা কোনো চার্জ নিবে না।

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড

সাধারণত ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড অথাৎ, ভিসা কিংবা মাস্টার কার্ড ব্যবহার করে আপনি যেকোনো ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো চার্জ প্রদান করতে হবে না। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রিতে এড মানি করতে পারবেন।

ম্যাগডা ব্যাংক ক্রেডিট কার্ড

ম্যাগডা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ফি এড মানি করতে পারবেন। ম্যাগডা ব্যাংকে ফি এড মানি করার জন্য আপনাকে অতিরিক্ত কোনো চার্জ প্রদান করতে হবে না।

ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড

ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ফি এড মানি করতে পারবেন এবং যেকোনো ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তাতে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। তাছাড়াও বাংলাদেশের যেসকল টপ লেভেলের ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে। ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডে 1% অথবা 15% এমাউন্ট চার্জ নিয়ে থাকে।

আবার অনেক ব্যাংকে 2% চার্জ নিয়ে থাকে। সুতরাং, আপনি যদি ফি এড মানির জন্য ক্রেডিট কার্ড নিতে চান। তাহলে উপরে উল্লেখিত ডাচ বাংলা ব্যাংক, ম্যাগডা ব্যাংক অথবা ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারবেন।

ক্রেডিট কার্ড ব্যবহারে সুপার শপে ডিসকাউন্ট

আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যে কিনতে চান। অর্থাৎ, স্বপ্ন, আগোড়া ও মিনা বাজার ইত্যাদি শপ থেকে রেগুলার প্রডাক্ট কিনেন। তাহলে আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড নিলে এসব সুপারশপে রেগুলার ডিসকাউন্ট পাবেন। নিচে সকল ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ইবিএল ডাইনোসর ক্লাব ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট

এসব সুপার শপে ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার বেষ্ট চয়েস হবে ইবিএল ডাইনোসর ক্লাব ক্রেডিট কার্ড । তাহলে চলুন দেখে নেওয়া যাক। ইবিএল ডাইনোসর ক্লাব ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট সম্পর্কে।

  • আপনি যদি ইবিএল ডাইনোসর ক্লাব ক্রেডিট কার্ড ব্যবহার করে আগোড়া, মিনা বাজার এবং স্বপ্ন থেকে কেনাকাটা করেন। তাহলে আপনি প্রতিটি POS ট্রানজেকশনে 5% ক্যাশ ব্যাক পাবেন। অর্থাৎ, প্রত্যেকমাসে 1000 টাকা ক্যাশ ব্যাক পাবেন এবং
  • তাছাড়াও আপনি যদি আড়ং সুপার শপ থেকে কোনো পণ্য ক্রয় করেন। তাহলে আপনি POS ট্রানজেকশনে 10% ক্যাশ ব্যাক পাবেন। যেটি প্রতিমাসে 1000 টাকা ক্যাশ ব্যাক

ইউসিবি ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট

আপনি যদি ইউসিবির ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোনো পন্য ক্রয় করেন। তাহলে আপনি নির্দিষ্ট একটি ক্যাশ ব্যাক পাবেন। যেমন:

  • ইউসিবি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যেকোনো গ্ৰোসারি শপে 8% ডিসকাউন্ট পাবেন। তাছাড়াও ডাইনিং এবং হোটেলে 5% ডিসকাউন্ট পাবেন। ফুয়েল ক্রয়ে 2% এবং অন্যান্য লেনদেনে 1% ডিসকাউন্ট পাবেন (MFS বাদে)। সেটি প্রতিমাসে 1,200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

লাউঞ্জ ব্যবহারে ক্রেডিট কার্ডের সুবিধা

সাধারণত আপনি যদি দেশের বাইরে ট্রাভেল করতে যান। তাহলে আপনার জন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের ফ্যাসালিটি ভালো হবে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

লাউঞ্জ ইউজার মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড

আপনি যদি বিদেশে ট্রাভেল করার সময় মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট নিয়ে থাকেন। তাহলে আপনি কি কি ফ্যাসালিটি পাবেন। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

  • আপনি যদি বিদেশ ট্রাভেল করার সময় মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। অর্থাৎ, সিগনেচার/ ওয়ার্ল্ড কার্ডে আপনি বছরে ফ্রীতে ১০টা ইন্টারন্যাশনাল লাউঞ্জ করতে পারবেন
  • সিগনেচার/ ওয়ার্ড/ প্লাটিনাম/ টাইটানিয়াম কার্ডে আপনি MTB Air Lounge’s আনলিমিটেড করতে পারবেন এবং কার্ড হোল্ডারের সাথে একজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু নিয়ে যেতে পারবেন এবং
  • আপনি যদি মিউচুয়াল ব্যাংকের গোল্ড কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে আপনি বছরে MTB Air Lounge’s ৪টি ভিজিট করতে পারবেন (শুধু মাত্র কার্ড হোল্ডারের ক্ষেত্রে)

লাউঞ্জ ইউজার ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড

লাউঞ্জ ইউজারে আপনার দ্বিতীয় পছন্দ হতে পারে ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে আপনি নিচের ফ্যাসালিটি গুলো উপভোগ করতে পারবেন। যেমন:

  • ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে আপনি ফ্রিতে বছরে ১২টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ করতে পারবেন
  • তাছাড়াও আপনারা অনেকেই জানেন। ইউসিবির নিজস্ব একটি এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে। যেটির নাম হলো: ইউসিবি ইম্পেরিয়াল। আর এই ইউসিবির দুটি লাউঞ্জ রয়েছে। যেমন: ডোমেস্টিক লাউঞ্জ এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ
  • সাধারণত আপনি যদি গোল্ড কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে আপনি ডোমেস্টিক লাউঞ্জে একসেস করতে পারবেন। (শুধুমাত্র কার্ড হোল্ডার)
  • আর আপনি যদি ইন্টারন্যাশনাল লাউঞ্জে কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে আপনার সাথে আরোও একজনের একসেস করতে পারবেন
  • আপনি যদি প্লাটিনাম কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে আপনি ডোমেস্টিক লাউঞ্জে আপনার সাথে আরোও দুইজন গেস্ট নিয়ে যেতে পারবেন
  • আর আপনি যদি ইন্টারন্যাশনাল লাউঞ্জে কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে আপনার সাথে একজন নিয়ে যেতে পারবেন
  • ডোমেস্টিক লাউঞ্জে সিগনেচার কার্ড হোল্ডারের সাথে আরোও তিনজন গেস্ট নিয়ে যেতে পারবেন এবং
  • ইন্টারন্যাশনাল লাউঞ্জ সিগনেচার কার্ড হোল্ডারের ক্ষেত্রে আপনার সাথে আরোও তিনজন গেস্ট নিয়ে যেতে পারবেন

আরোও পড়ুন: ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ফ্রি টাকা ইনকাম করুন ২০২৫

রিওয়ার্ড পয়েন্টের জন্য ক্রেডিট কার্ড

আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা রিওয়ার্ড পয়েন্টের জন্য ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। অর্থাৎ, আপনি কেনাকাটা করলে ব্যাংক একটি নির্দিষ্ট রিওয়ার্ড প্রদান করবে। এখন আপনি যদি রিওয়ার্ড পয়েন্টের জন্য ক্রেডিট কার্ড নিতে চান। তাহলে আপনার বেস্ট চয়েজ হবে। মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড।

  • সাধারণত মিউচুয়াল ব্যাংকের ক্লাসিক/গোল্ড/ টাইটানিয়াম/ প্লাটিনাম ক্রেডিট কার্ডে আপনি প্রতি ট্রানজেকশনে ৫০ টাকা বা ১ ডলার ট্রানজেকশনে আপনি ১ রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
  • তাছাড়াও সিগনেচার/ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে আপনি ৫০ টাকা বা এক ডলারে ২ রিওয়ার্ড পয়েন্ট পাবেন
  • আর এই রিওয়াড পয়েন্ট মেয়াদ থাকবে ৩ বছর
  • এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আপনি আপনার কার্ডের রিডিম করতে পারবেন। প্রতি ১০০ পয়েন্টর ভ্যালু ৩০ টাকা
  • তাছাড়াও আপনি চাইলে কোনো গিফট কার্ডের মাধ্যমে রিডিম করতে পারবেন। প্রতি ১০০ পয়েন্টর ভ্যালু হবে ৪০ টাকা এবং
  • আপনি যদি ফ্লাইটের টিকিট, লাউঞ্জ, হোটেল বুকিং, শপের মাধ্যমে রিডিং করতে চান। তাহলে আপনার প্রতি ১০০ পয়েন্টর ভ্যালু হবে ৫০ টাকা

রিওয়ার্ড পয়েন্ট ইবিএল ক্রেডিট কার্ড

  • আপনি যদি রিওয়ার্ড পয়েন্ট ইবিএল ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। তাহলে ক্লাসিক/গোল্ড/কার্ডে ১০ টাকার ১ স্কাইপয়েন্ট পাবেন। অর্থাৎ, ১ডলার= ১০ স্কাইপয়েন্ট
  • ক্লাসিক/গোল্ড/কার্ডে আপনি আউটস্ট্যান্ডিং রিডিমে প্রতি ১০,০০০ পয়েন্টের ভ্যালু পাবেন ২৫০টাকা এবং
  • আপনি যদি প্লাটিনাম এর উপরে কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে প্রতি ৫০ টাকা বা ১ ডলার= ১ স্কাইপয়েন্ট পাবেন

ক্রেডিট কার্ড বিভিন্ন মার্চেন্ট ডিসকাউন্ট

সাধারণত আপনি যদি একটি ফ্রিজ অথবা টিভি কিনলেন। তাহলে এসব প্রডাক্টের সবচেয়ে বেশি টাইআপ থাকে। ইবিএল ক্রেডিট কার্ড এবং সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড।

ডাইনামিক কারেন্সি কার্ড

আপনি যদি ডাইনামিক কারেন্সি কার্ড ব্যবহার করেন। অর্থাৎ, আপনি বিডিটি এবং USD দুটি আলাদা আলাদা ভাবে বিল পে করতে হয়। কিন্তু আপনি যদি ডাইনামিক কারেন্সি কার্ড ব্যবহার করেন। তাহলে আপনার একাউন্টে শুধুমাত্র BDT টাকা থাকবে। এখন আপনি যেকোনো দেশের গিয়ে সেই দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারবেন।

আরোও পড়ুন: ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড নিন ২০২৫

এখন আপনি যদি ডাইনামিক কারেন্সি কার্ড নিতে চান। তাহলে নিচের উল্লেখিত যেকোনো একটি কার্ড নিতে পারবেন। যেমন:

  • ব্রাক ব্যাংক ক্রেডিট কার্ড
  • মিউচুয়াল ক্রেডিট কার্ড এবং
  • সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। আপনার জন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে ইত্যাদি সম্পর্কে। ‌এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ24 ওয়েবসাইটে ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *