Google AdMob থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমরা অনেকেই Google AdMob সম্পর্কে জানিনা। AdMob কি? কিভাবে কাজ করে? AdMob থেকে কিভাবে ইনকাম করবেন। কিভাবে টাকা উত্তোলন করবেন। এইসব বিষয় জানতে আমাদের সাথেই থাকুন।
Google AdMob থেকে ইনকাম
Google AdMob থেকে ইনকাম করার জন্য Google play store, Apple App Store (iOS অ্যাপের জন্য) Amazon Appstore অথবা যে কোন বৈধ অ্যাপ স্টোরে আপনার একটি app live থাকতে হবে। তাহলে আপনি AdMob থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে AdMob এর জন্য একটি ফ্রি অ্যাপ তৈরি করবেন। তা জানতে আমাদের সাথেই থাকুন।
Google AdMob থেকে ইনকাম করার জন্য পেইড অ্যাপ তৈরি
আপনাদের যাদের কাছে ১০ থেকে ২০ হাজার টাকা বাজেট আছে তারা চাইলে Google AdMob থেকে ইনকাম করার জন্য একটি পেইড অ্যাপ তৈরি করে নিতে পারেন। এতে করে আপনি প্রফেশনালি Google AdMob থেকে ইনকাম করতে পারবেন এবং আপনাকে অ্যাপ তৈরি নিয়ে সমস্যায় পড়তে হবে না।
পেইড অ্যাপের জন্য আপনি ভাল কোন অ্যাপ ডেভেলপারকে হায়ার করতে পারেন। তবে মনে রাখবেন আপনার অ্যাপটি যেন মানসম্মত হয়। একটি মানসম্মত অ্যাপ থেকে আপনি প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আরোও পড়ুন: গ্যালারির ছবি বিক্রি করে ফ্রি টাকা ইনকাম ২০২৫
তাই এক তৈরির পূর্বে গবেষণা করে বের করুন কোন অ্যাপ গুলোর চাহিদা মার্কেটে বেশি রয়েছে। বা কি ধরনের অ্যাপস বানালে মানুষের উপকারে আসবে।
Google AdMob থেকে ইনকাম করার জন্য ফ্রি অ্যাপ তৈরি
আপনাদের যাদের বাজেটে সমস্যা রয়েছে। অথবা যারা শুরু থেকে টাকা ইনভেস্ট করতে চান না। তারা কিভাবে একটি ফ্রি অ্যাপস তৈরি করবেন এবং Google AdMob থেকে ইনকাম করবেন। তা জানতে সম্পূর্ণ আর্টিকেলটি কন্টিনিউ করুন।
আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে একটি ফ্রি অ্যাপ তৈরি করতে পারবেন। এর জন্য আপনার কোন প্রকারের দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি ফ্রি অ্যাপ তৈরি করা যায়।
ফ্রি অ্যাপ তৈরি করার নিয়ম
Google AdMob থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ফ্রি অ্যাপ তৈরি করতে হবে। ফ্রি অ্যাপ তৈরি করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগ চালু করুন। তারপর যেকোনো ব্রাউজার এর এড্রেস বারে AppsGeyser লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ফ্রি অ্যাপ তৈরি করার জন্য “Create App” বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে সেখানে উপরে আপনি Create app ও Login বাটন দেখতে পাবেন।
এখন Login বাটনে ক্লিক করে Login with Google সিলেক্ট করুন। তাহলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি অ্যাপ তৈরির জন্য Create Now অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের অ্যাপসের ধরন চলে আসবে। এখন আপনি কি ধরনের অ্যাপস বানাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
Read more: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস বানাতে পারবেন যেমন: YouTube, VPN, Wallpaper, Messenger, Video call app, Camera, Website, Games ইত্যাদি। এখন আপনি এখান থেকে যেই অ্যাপটি তৈরি করতে চান সেটাতে ক্লিক করুন। তারপর অ্যাপের রং, লোগো, নাম দিয়ে Create অপশনে ক্লিক করলে অ্যাপটি তৈরি হয়ে যাবে।
এখন আপনি সেটি abb file বা অন্যান্য তথ্য নিয়ে সেটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। তারপর সেখানে AdMob Ads চালিয়ে ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজেই Android Studio ব্যবহার করে একটি ফ্রি অ্যাপ তৈরি করে নেন।
অথবা একজন ডেভেলপারকে দিয়ে একটি অ্যাপ তৈরি করে নেন। নিম্নে ফ্রি অ্যাপ তৈরি ভিডিও দেওয়া হল। পড়ে বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন।
গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট
Google AdMob থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার একটি অ্যাপ থাকতে হবে। তারপর সেটিকে গুগল প্লে কনসোল একাউন্টে পাবলিশ করতে হবে। যার জন্য আপনার একটি গুগল প্লে কনসোল একাউন্টের প্রয়োজন হবে।
আপনি চাইলে 25$ ডলার দিয়ে সারা জীবনের জন্য একটি প্লে কনসোল একাউন্ট কিনে নিতে পারেন। অথবা সামান্য কিছু টাকা ইনভেস্ট করে অন্যের কনসোল একাউন্টে আপনার অ্যাপটি পাবলিশ করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় নিজের একটি একাউন্টে থাকলে। এতে করে আপনার অ্যাপটি নিরাপদে থাকবে।
Google AdMob থেকে কিভাবে ইনকাম হয়
গুগল প্লে স্টোরে আপনার যদি একটি অ্যাপস থাকে। তাহলে আপনি সেটিকে AdMob এর সাথে সংযুক্ত করে। এডমোবের এডস প্রচারের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সাধারণত, একটি অ্যাপস AdMob এর সাথে সংযুক্ত করার পর পরই সেখানে গুগল করতে এডস আসা শুরু করে।
যেগুলো অ্যাপ ব্যবহারকারী দেখতে পাবে। যার বিনিময়ে গুগল আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শেয়ার দিবে। যা থেকে আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন।
সাধারণত, যখন কোন অ্যাপস পাবলিশারের একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার সমপরিমাণ অর্থ জমা হয়। তখন গুগল সেটি প্রত্যেক মাসে ২১ তারিখে পাবলিশারের দেওয়া ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়। আর এভাবে একজন অ্যাপ পাবলিশার Google AdMob থেকে ইনকাম করে থাকে।