বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম ২০২৫

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। ‌

আপনারা যারা বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিকাশে পেমেন্ট নিতে চান তাদের জন্য আজকের পোস্টটি। Bangladeshi website affiliate marketing করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার কম্পিউটার কিংবা মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Bazar.dhalapara.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি ধলাপাড়া ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য উপরে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. My account
  2. Check out and
  3. Cart

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে “my account” অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে “Email Address” নামে একটি অপশন দেখতে পাবেন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ধলাপাড়া ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়।

Dhalapara ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটটিতে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য Email Address অপশনে একটি ইমেইল লিখুন। ‌ তারপর নিচে থেকে “Register” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে।

আরোও পড়ুন: ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ফ্রি টাকা ইনকাম করুন ২০২৫

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার ইমেইল থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিন। তারপর নিচে থেকে “Verify Code” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ধলাপাড়া ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

এখন আপনি উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন। ধলাপাড়া ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি 10 টাকা বোনাস পেয়েছেন। যেটি আপনি এই ওয়েবসাইট থেকে যেকোন পণ্য কেনার সময় ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: উপর থেকে “থ্রি মাইনাস” অপশনটিতে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Home
  • Shop
  • Electronics
  • Affiliate Account এবং
  • About

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য “Affiliate Account” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে “You are not enrolled in our…….…. To apply” লেখাটি দেখতে পাবেন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

এখন আপনি নিচে আপনার একাউন্টের ইউজার নেম দেখতে পাবেন এবং তার নিচের অপশন গুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:

  • Fast Name
  • Last Name
  • Payment Email
  • Website এবং
  • How to….. Promotes up

তাহলে উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করে নিচে থেকে “Register” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে “your affiliate account….. being reviewed” লেখাটি দেখতে পাবেন। এখন আপনাকে ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল চলে আসবে এবং সেখানে আপনার অ্যাফিলিয়েট একাউন্টে এপ্রুভ হয়েছে সেটি লেখা দেখতে পাবেন।

সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপেলিয়েট একাউন্ট এপ্রুভ হয়ে যায়। যখনি আপনার অ্যাফিলিয়েট একাউন্ট এপ্রুভ হয়ে যাবে। তখন আপনার মোবাইলে এমন একটি মেইল চলে আসবে এবং সেখানে একটি কুপন কোড দেখতে পাবেন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

এই কুপন কোডটি ব্যবহার করে আপনি সেল জেনারেট করতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আবারোও ধলাপাড়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর উপর থেকে “থ্রি মাইনাস” অপশনে ক্লিক করে আবারোও Affiliate Account অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি আপনার একাউন্টের হোম পেইজে নিয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

এখন আপনি সেখানে আপনার একাউন্টের লিংকের মাধ্যমে কতজন প্রবেশ করেছে এবং আপনার একাউন্টের সেল কমিশন ইত্যাদি দেখতে পাবেন। তারপর নিচে আপনার টোটাল আর্নিং দেখতে পাবেন। সাধারণত আপনার অ্যাফিলিয়েট একাউন্ট এপ্রুভ হওয়ার পরে আপনাকে একটি কুপন কোড দেওয়া হবে।

আরোও পড়ুন: প্রতিদিন ৫ ডলার ইনকাম করুন মোবাইল দিয়ে

এখন আপনার একাউন্টের কুপন কোডটি ব্যবহার করে কেউ যদি ধলাপাড়া ওয়েবসাইটে থেকে কোন পণ্য ক্রয় করে। তাহলে সেই পণ্যটি ক্রয় করার বিনিময়ে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে কুপন কোড ব্যবহার করে পন্য অর্ডার করতে হয়।

কুপন কোড ব্যবহার করে পণ্য অর্ডার

কুপন কোড ব্যবহার করে পণ্য অর্ডার করার জন্য “ধলাপাড়া অনলাইন বাজার” অপশনটিতে ক্লিক করুন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Electronics
  • Accessories
  • On safe 30% off
  • Smart watch
  • Trending
  • Black Friday
  • Discount codes
  • Men এবং
  • Woman

এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির পণ্য দেখতে পাবেন। তারপর স্ক্রোল করে নিচে নামলে বিভিন্ন পণ্য দেখতে পাবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পন্য ক্রয় করার জন্য। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পণ্য ‌সিলেক্ট করে “Add to Card” অপশনে ক্লিক করুন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার কার্ডে পণ্যটি এড হয়ে যাবে। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Coupon code অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার ইমেইলে থাকা কুপন কোডটি এখানে বসিয়ে Apply Coupon অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার প্রোডাক্টের টোটাল প্রাইস থেকে ১০ টাকা (-) হয়ে যাবে। অর্থাৎ, যে ব্যক্তি আপনার কুপন কোড ব্যবহার করে পণ্য অর্ডার করবে। সেই ব্যক্তি প্রত্যেক পণ্যের উপর ১০ টাকা কমিশন পাবে। আর আপনার কুপন কোড ব্যবহার করার ফলে আপনি প্রত্যেকটি প্রোডাক্ট এর উপরে নির্দিষ্ট অ্যামাউন্ট কমিশন পাবেন।

তাহলে পণ্যটি অর্ডার করার জন্য নিচে থেকে “Prospect to payment” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে নামসহ সকল এড্রেস বসিয়ে নিচে থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করুন।

কোন ব্যক্তি যদি এভাবে কোন পণ্য অর্ডার করে। এবং সে পণ্যটি যদি কাস্টমার রিসিভ করে তাহলে সাথে সাথে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন যুক্ত হয়ে যাবে। আপনি যদি উপরের থ্রি মাইনাস অপশনে ক্লিক করে আপনার Affiliate Account এ ঢুকেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস দেখতে পাবেন। যেমন আপনার কতজন ভিজিটর হয়েছে। কতটি অর্ডার পড়েছে এবং কত টাকা কমিশন পেয়েছেন ইত্যাদি।

টাকা উইথড্র দেওয়ার নিয়ম

এখন আপনি যদি এই সাইট থেকে টাকা উইথড্র দিতে চান তাহলে Affiliate Account অপশন থেকে উপরের থ্রি লাইন অপশনে ক্লিক করুন।

বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখন আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিতে চান তাহলে ‌Payment Email অপশনে আপনার মোবাইল ব্যাংকিং নাম্বারটি দিন। তারপর @ দিয়ে আপনার একাউন্টের ধরন লিখুন। যদি আপনি বিকাশে টাকা নিতে চান তাহলে 018*******@bkashpersonal.com লিখুন।

https://bongodesh24.com/free-taka-income-site-bkash-payment-bangladesh/

যদি আপনার নগদ একাউন্ট হয়ে থাকে তাহলে 018******@nagadpersonal.com লিখুন। এভাবে আপনার যে একাউন্ট সেটি লিখুন। তারপর Website এর জায়গায় bongodesh24.com লিখে নিচে থেকে Save বাটনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরটি সেভ হয়ে যাবে।

এখন আপনি যদি এই সাইট থেকে যেকোনো একটি সেল নিতে পারেন। তাহলে আপনার কমিশন সরাসরি আপনার বিকাশ, রকেট বা নগদ একাউন্টে চলে যাবে। আপনি যদি মিনিমাম ১০ টাকা ও কমিশন উপার্জন করতে পারেন। তাহলে সেটিও সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবে।

আশা করি, বুঝাতে পেরেছি। কিভাবে বাংলাদেশী ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। ইনকাম রিলেটেড এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *