অনলাইন থেকে ইনকামের ৫টি রিয়েল Apps সম্পর্কে জানুন বঙ্গদেশ২৪ এর আজকের পোস্টে। এখন অনলাইন ইনকাম (online income) আরও সহজ। ঘরে বসে হাতে থাকা Android মোবাইল দিয়ে আয় করুন আজকের সহজ ৫টি রিয়েল Apps থেকে।
অনলাইন থেকে ইনকামের ৫টি বিশ্বস্ত Apps
অনলাইন থেকে ইনকামের ৫টি রিয়েল Apps যেগুলো থেকে আপনি আয় করতে পারবেন:
- Swagbucks (সার্ভে অ্যাপ)
- ySense অনলাইন সার্ভে
- Remotasks (Android/Web)
- Toloka (Android ও iOS)
- Clickworker (Microjob)
01. Swagbucks (সার্ভে অ্যাপ) থেকে ইনকাম করুন
Swagbucks একটি বিশ্বস্ত GPT (Get Paid To) Android ও iOS অনলাইন ইনকাম Apps। যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবেন। যেমন:
- অ্যাপ ইনস্টল
- সার্ভে পূরণ
- ভিডিও দেখা
- শপিং রিওয়ার্ড ইত্যাদি
এই Apps এ কাজ করে আপনি SB পয়েন্ট উপার্জন করতে পারবেন। যেটি জনপ্রিয় পেমেন্ট মেথড PayPal ও Amazon gift card রিডিম করতে পারবেন। এই অ্যাপ থেকে আপনি ন্যূনতম $5 হলে উত্তোলন করতে পারবেন। App টি Google play store rating 4.3 of 5।
যেভাবে Account রেজিস্ট্রেশন করতে পারবেন
- প্রথমে Google play store থেকে সঠিক Apps টি (https://play.google.com/store/apps/details?id=com.prodege.swagbucksmobile) ইন্সটল করুন।
- অ্যাপটি Open করে আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপে লগইন করে কাজ শুরু করুন। অথবা, https://www.swagbucks.com/ সাইটে রেজিস্ট্রেশন করেও কাজ করতে পারেন।
02. ySense অনলাইন সার্ভে করে আয় করুন
ySense একটি অনলাইন সার্ভে অ্যাপ ও ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের Survey Tasks, Microjob ও Refer program জয়েন করে আয় করতে পারবেন। এটিও একটি GPT App যেখানে আপনাকে প্রতিদিন কয়েকটি ছোট কাজ করার সুযোগ দেওয়া হবে। যার বিনিময় আপনি আয়(online income) করতে পারবেন।
ySense app এ টাকা উত্তোলনের জন্য থাকছে PayPal, Skrill, Amazon পেমেন্ট গেটওয়ে। আপনার একাউন্টে সর্বনিম্ন 10$ ডলার সমপরিমাণ অর্থ জমা হলে আপনি ইনকাম কৃত অর্থ উত্তোলন করতে পারবেন।
যেভাবে Account রেজিস্ট্রেশন করতে পারবেন
- প্রথমে Google play store থেকে সঠিক Apps টি (https://play.google.com/store/apps/details?id=com.prodege.ysense) ইন্সটল করুন।
- অ্যাপটি Open করে আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপে লগইন করে কাজ শুরু করুন। অথবা, https://www.ysense.com/ সাইটে রেজিস্ট্রেশন করেও কাজ করতে পারেন।
03. Remotasks (Android/Web) কাজ করে আয়
ডেটা লেবেলিং, ইমেজ অ্যানোটেশন ও AI ট্রেইনিং টাস্ক জন্য জনপ্রিয় Online income app Remotasks। বর্তমানে এটি ইনকাম ওয়েবসাইট ও ইনকাম Apps হিসেবে মার্কেটে Available রয়েছে।
এটি একটি টাস্কভিত্তিক taka income app। যেখানে আপনি AI ট্রেইনিংয়ের জন্য বিভিন্ন কাজ করার সুযোগ পাবেন। তবে এখানে কাজ করতে হলে আপনাকে কাজ সম্পর্কে সামান্য বেসিক ট্রেনিং নিতে হবে। তারপর আপনি এই App এ কাজ করে Free taka income করতে পারবেন।
এখানে পেমেন্ট মেথড হিসেবে PayPal ও অন্যান্য গেটওয়ে পেয়ে যাবেন। আপনার একাউন্টে $5 ডলার সমপরিমাণ অর্থ জমা হলে সেটি উত্তোলন করতে পারবেন। বর্তমানে 4.0 রেটিং নিয়ে অ্যাপটি play Store এ পাওয়া যাচ্ছে।
যেভাবে Account রেজিস্ট্রেশন করতে পারবেন
- প্রথমে Google play store থেকে সঠিক Apps টি ইন্সটল করুন।
- অ্যাপটি Open করে আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপে লগইন করে কাজ শুরু করুন। অথবা, https://www.remotasks.com/ সাইটে রেজিস্ট্রেশন করেও কাজ করতে পারেন।
04. Toloka (Android ও iOS) App কাজ করে ইনকাম
সহজ প্রশ্নোত্তর দিয়ে ইনকাম করার জনপ্রিয় একটি Android ও iOS অ্যাপ Toloka। এই অ্যাপে আপনি সহজ প্রশ্নোত্তর, ওয়েবসাইট যাচাই ও AI ডেটা চেকিং সহ বিভিন্ন ধরনের সার্ভে কাজ করে আয় করতে পারবেন।
এই App এ আপনি বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় ছোট ছোট AI রিলেটেড কাজ পেয়ে যাবেন। যেগুলো কমপ্লিট করে ইনকাম (online income) করতে পারবেন।
Free taka income এই অ্যাপে সর্বনিম্ন 0.02$ ডলার হলে Payoneer, Skrill, YooMoney ইত্যাদি পেমেন্ট মেথড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমানে এটি Play store এ 4.4 rating নিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
যেভাবে Account রেজিস্ট্রেশন করতে পারবেন
- প্রথমে Google play store থেকে সঠিক Apps টি (https://play.google.com/store/apps/details?id=com.yandex.toloka.androidapp) ইন্সটল করুন।
- অ্যাপটি Open করে আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপে লগইন করে কাজ শুরু করুন।
05. Clickworker app এ ছোট ছোট কাজ করে আয় করুন
আপনি যদি ইউটিউব, ফেসবুক, টিকটক ও গুগল ইত্যাদি প্ল্যাটফর্মের বিভিন্ন সার্ভে যেমন: টেক্সট ক্যাপশন, রিসার্চ, প্রুফরিডিং, ফটো ক্যাপচার করে ইনকাম করতে চান তাহলে Clickworker income app এ কাজ করতে পারেন।
এটি একটি জার্মান ভিত্তিক মাইক্রো টাস্কিং অ্যাপ ও ওয়েবসাইট। যারা স্টুডেন্ট ও বেসিক ইংরেজি বুঝতে পারেন তারা এখানে সার্ভে কাজ করে অনেক বেশি পরিমাণে আয় করতে পারবেন।
এই অ্যাপে সর্বনিম্ন €5 ইউরো (Euro) হলো আপনি PayPal ও অন্যান্য পেমেন্ট মেথড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমান অ্যাপটির Play store রেটিং 4.2 of 5।
যেভাবে Account রেজিস্ট্রেশন করতে পারবেন
- প্রথমে Google play store থেকে সঠিক Apps টি (https://play.google.com/store/apps/details?id=com.clickworker.clickworkerapp) ইন্সটল করুন।
- অ্যাপটি Open করে আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপে লগইন করে কাজ শুরু করুন। অথবা, https://www.clickworker.com/ সাইটে রেজিস্ট্রেশন করেও কাজ করতে পারেন।
আমাদের পরামর্শ:
- একাধিক অ্যাপ ব্যবহার করলে আয় বেশি হবে।
- প্রতিদিন ১-২ ঘন্টা কাজ করলে মাসে ভালো ইনকাম করা সম্ভব।
- ফেক বা প্রতারণামূলক অ্যাপ থেকে সতর্ক থাকুন,
- শুধুমাত্র রিভিউ ভালো ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।