২০ হাজার টাকা বাজেট 8GB RAM+256GB Storage ও 5000mAh ব্যাটারি 

বর্তমান দেশে হাজার হাজার স্মার্টফোনের ছড়াছড়ি ভিতরে। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে স্মার্টফোনের দাম কমাতে শুরু করেছে নামীদামী সব ব্র্যান্ড। এখন মাত্র ২০ হাজার টাকা বাজেট পাচ্ছেন এক সময়ের ৫০ হাজার টাকার স্মার্টফোন।

আজকের বঙ্গদেশে২৪ এর স্মার্টফোন টিপসের শীর্ষ আলোচনায় রয়েছে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে 8GB RAM+256GB স্টোরেজ এবং 5000mAh ক্যাপাসিটির একটি বিশাল বড় ব্যাটারির স্মার্টফোন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে এবং 1080×2436 pixels রেজুলেশন। এছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল HD Camera। যা দিয়ে নিজের ইচ্ছে মতো ফটো ও ভিডিও শুট করতে পারবেন।

২০ হাজার টাকা বাজেটের Itel S25 Ultra স্মার্টফোনটিতে পেয়ে যাবেন একটি 18W ফাস্ট চার্জার। যার সাহায্যে মাত্র ১ ঘন্টা বা ১ ঘন্টা ৩০ মিনিটে 5000mAh ব্যাটারিটি ফুল চার্জ (১০০%) করতে পারবেন।

এছাড়াও এতে পাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা ও 32MP একটি সেলফি ক্যামেরা এবং 120Hz refresh রেট। তবে ফোনটির খারাপ দিক হলো এখানে 5G নেটওয়ার্ক সাপোর্ট পাবেন না। তবে GSM / HSPA / LTE সহ অন্যান্য সকল সুবিধা পেয়ে যাবেন। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T620 processor। যা এই বাজেট তুলনায় আরেকটু ভালো করা যেত।

5000mAh বিশাল বড় ব্যাটারির নিয়ে ফোনটির ওজন মাত্র 163 গ্ৰাম। যা ফোনটিকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। Itel S25 Ultra ফোনটির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। এছাড়াও এতে OS Android 14, up to 2 major Android upgrades পেয়ে যাবেন।

২০ হাজার টাকা বাজেটের এই ফোন এত সকল সুবিধার পাশাপাশি পেয়ে যাবেন সকল ধরনের Connectivity সুবিধা। যেমন: WLAN, Bluetooth, GPS, NFC, USB, Infrared port ইত্যাদি।

Itel S25 Ultra ফোনটির সিক্রুটি জন্য ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। বর্তমানে ফোনটি ৩টি ভ্যারিয়ান্ট (8GB 128GB / 8GB 256GB / 8GB 512GB) ও ৩টি কলারে (Bromo Black, Komodo Ocean, Meteor Titanium) মার্কেটে available রয়েছে।

Itel S25 Ultra মডেল নির্মাতা দেশ চায়না। 7.6 of 10 ইউজার রেটিং নিয়ে 8GB+128GB ফোনটির প্রাইস 17,990 টাকা এবং 8GB+256GB অফিসিয়াল প্রাইস 19,990 + ভ্যাট প্রযোজ্য হবে।

ফোনটির আপডেট বাজার মূল্য ও অন্যান ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.mobiledokan.co/product/itel-s25-ultra/ ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply